বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আইসিইউতে দুই শিক্ষার্থী, আহত শতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত বহুজন, চিকিৎসাধীন অন্তত ১৩৫ শিক্ষার্থী

এবিএনএ:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৫ শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুইজন আইসিইউতে ভর্তি এবং আরও একজন নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান বর্তমানে নগরীর ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। অপর একজন শিক্ষার্থী পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে আছেন, যদিও তার নাম জানা যায়নি। এছাড়া পলাশ নামে এক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অধিকাংশই গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় এসেছেন। কারো মাথায় আঘাত, কারো চোখে গুরুতর চোট, আবার অনেকের শরীরে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন রয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন জানিয়েছেন, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক হাসপাতালে ১১০ জন এবং ন্যাশনাল ও পার্ক ভিউ হাসপাতালে আরও ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু চমেকেই ২২ জন ভর্তি রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বী বলেন, “অনেকের মাথা ফেটে গেছে, কারও হাত ভেঙেছে। সারাদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিশ্চিত করেছি। তবে ২-৩ জন ছাড়া বাকিরা আশঙ্কামুক্ত।”

সংঘর্ষের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button