

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভোট বানচাল করার উদ্দেশ্যে ছাত্রদলের বিরুদ্ধে নাটক করে এবং ক্যাম্পাসের বাইরে বহিরাগত জড়ো করার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মধুর ক্যান্টিনে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান।
সাদিক বলেন, “ছাত্রদল বিকেল থেকে নানা ধরনের নাটক করছে ভোট প্রভাবিত করার জন্য। রোকেয়া হলে ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা নাটক করছে। ইউল্যাব কেন্দ্রে আমাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা একজন শিক্ষককেও লাঞ্ছনা করেছে। ভিসিকে আঙ্গুল তুলেও কথা বলেছেন। তারা নয়টি পয়েন্টে বিএনপি-যুবদলের লোকজন জড়ো করেছে, যাতে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।”
তিনি আরও বলেন, “আমাদের নামে অভিযোগ করা হয়েছে যে, আমরা জামায়াত-শিবিরের লোক আনেছি। কিন্তু আমরা দেখেছি, প্রকৃতপক্ষে তাদেরই লোকজন বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। আমরা আহ্বান জানাই, ছাত্রলীগের মতো আচরণ করবেন না এবং প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা বললেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে, যাতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা যায়।