‘জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়’—সরকারকে হুঁশিয়ারি চরমোনাই পীরের
ইসলামী আন্দোলনের সমাবেশে চরমোনাই পীর স্পষ্ট জানালেন, সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে নির্বাচন হতে দেওয়া হবে না


এবিএনএ: সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম। তিনি বলেন, “সংস্কার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আগের নিয়মে নির্বাচন হতে দেওয়া হবে না।”
মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে দলটির শীর্ষ নেতারা ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।
রেজাউল করীম অভিযোগ করে বলেন, “পঞ্চাশ বছরের বেশি সময় ধরে দেশে যেভাবে নির্বাচন হয়েছে, সেটিই সর্বনাশের মূল কারণ। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র সমাধান পিআর পদ্ধতি।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। নির্বাচনের পর এ ধরনের প্রতিশ্রুতিতে জনগণ আর আস্থা রাখবে না।
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বিএনপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন—“সনদ আইনি স্বীকৃতি পেলে আপনাদের আপত্তি কোথায়?” আর প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঘোষণা দেন, “সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন।”
এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান প্রধান উপদেষ্টার ভূমিকায় প্রশ্ন তোলেন। তিনি বলেন, “একদিকে বলছেন সংস্কার না হলে দেশ পুরোনো ধারায় ফিরে যাবে, অন্যদিকে সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত না করেই নির্বাচন ঘোষণা দিয়েছেন। জনগণ জানতে চায়, কার চাপে এই সিদ্ধান্ত?”
সমাবেশে নেতারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে ইসলামী আন্দোলন রাজপথে থাকবে এবং সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না।