জাতীয়

সাবেক সিইসি রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, পলাতক বলছে আদালত

নির্বাচনী মামলা চলাকালে সাবেক ৯ নির্বাচন কমিশনার ও দুই সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করলেন ম্যাজিস্ট্রেট

এবিএনএ:  সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ, নয়জন সাবেক নির্বাচন কমিশনার এবং দুই সচিবসহ মোট ১২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তারা সবাই বিএনপির করা একটি নির্বাচনী মামলার আসামি এবং বর্তমানে পলাতক বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান সেই আবেদন অনুমোদন করেন। আদালতের আদেশে বলা হয়েছে, আসামিরা পলাতক অবস্থায় রয়েছেন এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা হতে পারে—এ কারণে বিদেশযাত্রা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন—সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, জাবেদ আলী (অব.), শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী (অব.), আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিছুর রহমান এবং সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিক।

গত ২২ জুন বিএনপি শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং ভয়ভীতির মাধ্যমে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করেছে।

মামলায় আসামি করা হয়েছে তিনজন সাবেক সিইসি—কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক ও বর্তমান পাঁচ মহাপরিদর্শককেও এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সাবেক সিইসি নূরুল হুদা ও হাবিবুল আউয়াল ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অন্যরা এখনও পলাতক থাকায় তদন্তে বিঘ্নের আশঙ্কায় তাদের বিদেশ যাত্রা রোধে পদক্ষেপ নিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button