বাংলাদেশ

করোনায় ফের একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬

দেশে আবারও করোনায় প্রাণহানি, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী একদিনে শনাক্ত ২৬ জন, নমুনা পরীক্ষা হয়েছে ২৯১টি

এবিএনএ:

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবারও একজনের মৃত্যু হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে ২৯১টি নমুনা পরীক্ষার মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। নতুন আক্রান্তসহ দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে। আর মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ১৯ হাজার ৪০৫ জনে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার দেশে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে শুক্রবার দুইজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার প্রভাব তুলনামূলকভাবে কম থাকলেও এর বিস্তার রোধে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিশেষ করে যাদের বয়স বেশি বা আগে থেকে রোগ আছে, তাদের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button