জাতীয়বাংলাদেশলিড নিউজ

ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ তিনগুণ হচ্ছে

এবিএনএ : ভূমি অধিগ্রহণ ও হুকুম দখলের ক্ষতিপূরণ দেড়গুণ থেকে তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিধান রেখে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবারসচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ভূমির ক্ষতিপূরণ দেড় গুণের মধ্যে আছে, নতুন আইন হলে সেটা তিনগুণ হবে। ক্ষতিপূরণ দেওয়ার সময় ১২ মাসের জমি কেনাবেচার দলিলের গড় বিবেচনায় নিয়ে জমির দাম নির্ধারণ করা হবে।
তিনি জানান, জমি অধিগ্রহণ কী উদ্দেশ্যে কিংবা এর জনপ্রয়োজনীয়তা কী, সেটি আরো পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে আইনটি বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনমন্ত্রী আনিসুল হককে আহ্বায়ক করে ভূমিসচিব, প্রতিরক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button