অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ

‘ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু’ (ভিডিও)

এবিএনএ : ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআরের প্রধান কার্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে ইএফডি’র উদ্বোধনকালে এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাটের অনিয়ম বন্ধ করতেই ইএফডি চালু করা হচ্ছে। ইএফডি ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এরফলে কথিত হয়রানি দূর হবে ও রাজস্ব আহরণের ব্যয় ও ব্যবসায়িক খরচ কমবে। কর পরিহারের সুযোগ থাকবে না। রাজস্ব আদায়ে গতি আশার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় আসবে।’

তিনি বলেন, ‘ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাবে আশা করছি। আস্থার জায়গা তৈরি করতে পারবো। প্রাথমিকভাবে ১০০ মেশিন বসানো হচ্ছে। পর্যায়ক্রমে আগামী তিন মাসের মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হবে। আগামী জুনের মধ্যে এক লাখ ইএফডি মেশিন বসানো হবে।’

ভ্যাটদাতাদের পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভোক্তার টেলিফোন নম্বর আমাদের কাছে সংরক্ষিত থাকবে। নির্দিষ্ট সময় শেষে লাটারির মাধ্যমে নির্বাচিত ভোক্তাকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’ তিনি জানান, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ঢাকায় ৮০টি ও চট্টগ্রামে ২০টি ইএফডি স্থাপন হয়েছে। এসময় ভার্চুয়ালভাবে সংযুক্ত ছিলেন কম্পট্রোলার অ‌্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button