আমেরিকালিড নিউজ

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের হামাস বিরোধী নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান

এবিএনএ: ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ইসলামি গেরিলা গোষ্ঠী হামাসের বিরুদ্ধে তোলা মার্কিন নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো হেরে যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তোলা এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৮৭টি এবং বিপক্ষে ৫৭টি ভোট পড়ে। তাছাড়া ভোট প্রদান থেকে বিরত ছিল ৩৩টি সদস্য রাষ্ট্র।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাব পাস করতে হলে সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থনের প্রয়োজন হতো। সাধারণ পরিষদে প্রস্তাবটি তোলার আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রস্তাবের পক্ষে ভোট দিতে সদস্য দেশগুলোকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে জোরালো সমর্থনের উদ্দেশে এ নিন্দা প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র।তবে এর আগে কুয়েতের একটি প্রস্তাব পাস হয়। যেখানে বলা হয়েছিল সাধারণ পরিষদে হামাসের বিরুদ্ধে মার্কিন নিন্দা প্রস্তাব পাস করতে হলে সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে।তাই যুক্তরাষ্ট্রের পক্ষে ৮৭টি ভোট পড়ার পরেও এ নিন্দা প্রস্তাব পাসে ব্যর্থ হলো ওয়াশিংটন। হামাসের এক মুখপাত্র ভোটের এ ফলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চপেটাঘাত বলে বর্ণনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button