বিনোদনলিড নিউজ

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী

এবিএনএ : চারবারের বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে গত বছর ‘সেক্সিয়েস্ট এশিয়ান উইমেন’ নির্বাচিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে আবারো নিজের শীর্ষস্থান ফিরে পেলেন প্রিয়াঙ্কা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইস্টার্ন আই-এর করা জরিপে চলতি বছর এশিয়ার আবেদনময়ী ৫০ নারীর মধ্যে শীর্ষে রয়েছেন এ অভিনেত্রী।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এই পুরস্কারের জন্য আমার মা-বাবাকে ধন্যবাদ দেয়া উচিৎ। এটি প্রকৃতপক্ষে তাদের জিনগত কারণে এবং অবশ্যই ভক্তরা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, যেটি আমাকে পাঁচবারের মতো তালিকায় শীর্ষস্থান পেতে সাহায্য করেছে। ধন্যবাদ ইস্টার্নআই, আপনারা জানেন কীভাবে একজন মেয়েকে তোষামোদ করতে হয়।’
তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী নিয়া শর্মা। রিয়েলিটি শো ‘খাতরো কি খিলাড়ি সিজন এইট’-এ শেষ দেখা গেছে তাকে। গতবার প্রথমবারের মতো তালিকায় শীর্ষস্থান পাওয়া দীপিকা এবার রয়েছেন তৃতীয় স্থানে।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট রয়েছেন চতুর্থ স্থানে।  রইস সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান পঞ্চম স্থানে আছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় চ্যানেল স্টার প্লাসে প্রচারিত ‘পারদেশ ম্যায় হ্যায় মেরা দিল’খ্যাত অভিনেত্রী দৃষ্টি ধামি।
তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্যরা হলেন, ক্যাটরিনা কাইফ (সপ্তম), শ্রদ্ধা কাপুর (অষ্টম), গওহর খান (নবম) এবং রুবিনা দিলাইক (দশম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button