জাতীয়লিড নিউজ

বুদ্ধ পূর্ণিমায় শান্তির বার্তা প্রধান উপদেষ্টার! নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হিংসামুক্ত সমাজ গঠনে গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণের আহ্বান জানান

এবিএনএ:   দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি শান্তি, সহনশীলতা সম্প্রীতির চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ এমন এক দেশ যেখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য সম্মানের পরিবেশে সহাবস্থান করে আসছে। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য রয়েছে নিরাপদ সম্মানজনক আবাস।”

ড. ইউনূস আরও বলেন, “গৌতম বুদ্ধ মানুষের মধ্যে অহিংসা, সহানুভূতি মৈত্রীর বাণী ছড়িয়ে দিয়েছেন। লোভ, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে নিবেদিত ছিলেন তিনি। আজকের দিনে সেই আদর্শের অনুপ্রেরণায় আমরা একটি হিংসামুক্ত, সমতা-ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ হতে পারি।”

তিনি জানান, গত আগস্ট ছাত্র, শ্রমিক জনগণের যৌথ উদ্যোগে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গৌতম বুদ্ধের শিক্ষা, বিশেষ করে অহিংসার দর্শন, একটি শান্তিময় নতুন বাংলাদেশ নির্মাণে দিকনির্দেশক হতে পারে।

বৌদ্ধ সম্প্রদায়ের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা ভবিষ্যতেও বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

শেষে তিনি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সকল ধর্মীয় সামাজিক কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Share this content:

Back to top button