আইন ও আদালতবাংলাদেশ

বাগেরহাটে ব্র্যাক কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে দোষী সাব্যস্ত জিহাদ শেখ; জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড

এবিএনএ, বাগেরহাট: বাগেরহাটে ব্র্যাক এনজিওর এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে জিহাদ শেখ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জিহাদ শেখ সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

ব্র্যাকের আইনজীবী অ্যাডভোকেট ফকির মো. নওরেশুজ্জামান লালন জানান, ২০২৩ সালের ১ আগস্ট দুপুরে এনজিওর মাইক্রোফাইন্যান্স বিভাগের এক নারী কর্মী বেনেগাতি এলাকায় অফিসের কাজ শেষে সার্ভে করছিলেন। ওইসময় সনাতন দাস নামে এক ব্যক্তির বাড়িতে তথ্য সংগ্রহের সময় আসামি জিহাদ তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়।

পথিমধ্যে বৃষ্টির কারণে আশেপাশে কেউ না থাকায় জিহাদ শেখ আকস্মিকভাবে তার গলায় দা ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি নির্জন জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ধারায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং আদালত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেন। দীর্ঘ শুনানি ও নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর, আদালত আদালত আসামিকে দোষী প্রমাণিত করে এ দণ্ড ঘোষণা করেন।

রায়ের পর আদালতের বেঞ্চ সহকারী জানান, সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার বিবরণ বিচার করে আদালত যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা এবং অতিরিক্ত সাজা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button