কয়েক দিনের মধ্যেই ঘটবে অদ্ভুত ঘটনা, সতর্ক করলেন মেজর (অব.) হাফিজ
সংবিধান সংশোধনে অনির্বাচিতদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ


এবিএনএ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে এক “অদ্ভুত ঘটনা” ঘটতে যাচ্ছে। তার মতে, বিশ্বের সব দেশে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করেন, অথচ বাংলাদেশে তা করছেন একদল অনির্বাচিত ব্যক্তি।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাফিজ বলেন, “যারা আমেরিকা, লন্ডনসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন, ১৭ বছরের কোনো আন্দোলন বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নেননি, তারাই এখন সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছেন।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জিয়া জনগণের কণ্ঠস্বর হয়ে সামনে আসেন।
যুবশক্তির প্রসঙ্গে হাফিজ বলেন, “বিশ্ব আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায়। কিন্তু ইউরোপ-আমেরিকার ডলার সমৃদ্ধ পরাশক্তির চেয়ে বাংলাদেশ অনেক ধনী, কারণ এদেশে আবু সাঈদের মতো সাহসী সন্তান জন্ম নেয়।”
তিনি উল্লেখ করেন, “নিরস্ত্র হয়েও যারা গণতন্ত্রের জন্য গুলি খেয়েছে, বুক পেতে দিয়েছে, এমন দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে।”
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।