বিএনপির বিজয় ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে: তারেক রহমানের অভিযোগ
তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত হলেও নানা অপচেষ্টা করে বিজয় রুখতে চাইছে বর্তমান ক্ষমতাসীনরা


এবিএনএ: বিএনপির বিজয় ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজ যদি সুষ্ঠু নির্বাচন হয়, দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। কিন্তু এ বাস্তবতা ঠেকাতে নানা রকম অপচেষ্টা চালানো হচ্ছে।”
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এখনো ঝুঁকিমুক্ত নয়। অতীতে স্বৈরাচারী শাসকদের মতো বর্তমানেও বিএনপিকে রুখে দেওয়ার প্রবণতা স্পষ্ট।
তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “যারা বিজয় ঠেকাতে শর্তের বেড়াজাল তৈরি করছেন, তাদের বলবো রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”
পিআর পদ্ধতিকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়েও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের নির্বাচন পদ্ধতি উপযুক্ত নয়। তবে রাজনৈতিক মতভেদের মধ্যেও গণতন্ত্রের সৌন্দর্য আছে, যা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা সম্ভব।
সতর্ক করে তিনি বলেন, “যারা নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছেন তারা গণতন্ত্রের উত্তরণকে বাধাগ্রস্ত করছেন। গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, যাতে সুযোগ নেয় পলাতক স্বৈরাচার।”