ফাইনালমুখী ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নতুন মুখ শেখ মেহেদী ও তানজিম
সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ ও সাইফউদ্দিন বাদ, লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিংয়ে নামল টাইগারর


এবিএনএ: টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর প্রথম টি-টোয়েন্টিতেও হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে টাইগাররা। ডাম্বুলায় ৮৩ রানের বড় জয় এনে শ্রীলঙ্কাকে সমতায় ফেলে সিরিজকে করে তোলে ১-১। আজ সেই সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি রূপ নিয়েছে এক প্রকার ফাইনালে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্যে পিছিয়ে গেছে বাংলাদেশ।
লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায়, আগে ফিল্ডিং করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
📋 বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ের পরও একাদশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, যা ম্যাচ পরিকল্পনার কৌশলগত অংশ বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এখন দেখার বিষয়, সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং দিয়ে শুরু করে কতটা সফলতা নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে সিরিজ জয়ী দল—তাই আজকের মাঠের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্য।