বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের আকস্মিক হামলা, উত্তেজনা তুঙ্গে
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা


এবিএনএ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে, যা ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্রে জানা যায়, পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিলেন। রবিবার সকাল ১১টায় এই বিষয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।
শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের আন্দোলনের মূল দাবি থেকে বিচ্যুতি বলে মনে করে। এরপর বিকেল থেকে তারা উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। রাত ৭টা ৪০ মিনিটে হঠাৎ বহিরাগতরা উপাচার্যের বাসভবনের দিক থেকে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা আহত হয়ে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার প্রতিবাদে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেছেন। পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।