খেলাধুলা

চ্যাম্পিয়ন চীনের সঙ্গেই শুরু! এশিয়ান কাপে কবে কবে মাঠে নামবে ঋতুপর্ণারা?

প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, শক্তিশালী গ্রুপ ‘বি’তে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে মেয়েরা।

এবিএনএ: প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দল পড়েছে একদম চ্যালেঞ্জিং গ্রুপে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ তিন শক্তিশালী দল—শেষবারের চ্যাম্পিয়ন চীন, ঐতিহাসিকভাবে ভয়ংকর উত্তর কোরিয়া এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উজবেকিস্তান।

বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত ড্র অনুষ্ঠানে দলগুলোকে ভাগ করা হয়। আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সিডনি, পার্থসহ তিনটি শহরে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে সিডনি ও পার্থে।


📅 এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ সূচি:

  • ৩ মার্চ: বাংলাদেশ 🆚 চীন – ভেন্যু: সিডনি

  • ৬ মার্চ: বাংলাদেশ 🆚 উত্তর কোরিয়া – ভেন্যু: সিডনি

  • ৯ মার্চ: বাংলাদেশ 🆚 উজবেকিস্তান – ভেন্যু: পার্থ


এই টুর্নামেন্টের জন্য এএফসি ১২টি দলকে চারটি পটে ভাগ করেছিল। স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া ছিল পট ১-এ। চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম ছিল পট ২-এ। উজবেকিস্তানসহ আরও দুটি দেশ ছিল পট ৩-এ। আর বাংলাদেশ ছিল পট ৪-এ, যেখানে ছিল ভারত ও ইরানও।

ফলে নিয়ম অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারত বা ইরানের একই গ্রুপে পড়ার সম্ভাবনা ছিল না। ড্র অনুযায়ী গ্রুপগুলো হলো:


🏆 এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৫ গ্রুপ বিভাজন:

  • গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া (স্বাগতিক), দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

  • গ্রুপ ‘বি’: চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ, উজবেকিস্তান

  • গ্রুপ ‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে


এই ঐতিহাসিক ড্র ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এএফসি আমন্ত্রণ জানালেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনো প্রতিনিধি পাঠায়নি। অথচ বাকি ১১টি দেশই প্রতিনিধি পাঠিয়ে নিজেদের অবস্থান জানান দেয়।

বাংলাদেশের হয়ে ড্রয়ে নাম তোলার সম্মান পান ভারতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সানজিতা বাসফো, যা বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

প্রথমবারের মতো এত বড় মঞ্চে অংশ নিতে যাওয়া ঋতুপর্ণা, আফিঈদারা দেশের হয়ে লড়বেন এক কঠিন পরীক্ষায়, যেখানে প্রতিটি ম্যাচ হবে মূল্যবান অভিজ্ঞতার সোপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button