ভারত-পাকিস্তান উত্তেজনায় বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের সময়সূচি
ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়ল ক্রিকেটেও, পরিবর্তন হলো পাকিস্তানে বাংলাদেশ দলের সফরসূচি


এবিএনএ: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে বড় ধরনের পরিবর্তন এসেছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও, এখন নতুন সময় অনুযায়ী প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে ফয়সালাবাদে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোর, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৫ জুন।
এই পরিবর্তনের মূল কারণ হিসেবে পিসিবি জানিয়েছে, ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে নতুন সূচি তৈরি করা হয়েছে।
তবে শুধু সূচিই নয়, বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে বিসিবি শেষ মুহূর্তে দল পাঠানো থেকে বিরত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত সিরিজটি হলে, এটি দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচিত হবে।
এই সিরিজটি হবে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠের বাইরের এই উত্তেজনা মাঠের খেলায় কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন বড় প্রশ্ন।
Share this content: