খেলাধুলা

চীনের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল, চ্যালেঞ্জের মুখে এএফসি বাছাই

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে চীন, বাহরাইন, শ্রীলঙ্কা ও আরও তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এবিএনএ:  ২০২৫ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কঠিন পরীক্ষার সামনে পড়েছে বাংলাদেশের কিশোররা। বৃহস্পতিবার ঘোষিত ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক চীন, বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।

মোট ৩৮টি দল এবার বাছাইয়ে অংশ নিচ্ছে, যারা সাতটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলই পাবে ২০২৬ সালের মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ, যা অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে যশোরে শামসুল হুদা একাডেমিতে, যেখানে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে অনুশীলন করছে দলটি। বর্তমানে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট সামনে রেখে চলছে প্রস্তুতি। সেখান থেকে সরাসরি দল অংশ নেবে ২২ থেকে ৩০ নভেম্বর চীনে অনুষ্ঠিতব্য এএফসি বাছাইয়ে।

নারী ফুটবলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল পেয়েছে চ্যালেঞ্জিং গ্রুপ। ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। এই বাছাই অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আটটি দেশের আটটি ভেন্যুতে। এখানেও গ্রুপ চ্যাম্পিয়নরাই জায়গা করে নেবে চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে, যা নির্ধারিত ৩০ এপ্রিল থেকে ১৭ মে ২০২৬ পর্যন্ত।

এদিকে, চলতি বছর মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছে চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ এইবার মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, যদিও আগের দুটি আসরে অংশ নিয়েছিল।

নারী ফুটবলে সম্প্রতি চমক দেখিয়েছে বাংলাদেশ। লাওসে অনূর্ধ্ব-২০ এএফসি বাছাইয়ে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে তারা। এর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছিল মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button