সংসদীয় আসন বহালের দাবিতে উত্তাল বাগেরহাট, হরতাল-অবরোধে অচল সড়ক যোগাযোগ
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে সর্বদলীয় কমিটির ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, জেলা জুড়ে অচলাবস্থা


এবিএনএ: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি। ভোর থেকেই জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে পরিবহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
সকাল আটটায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল বের করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে সাড়ে আটটায় সমাবেশ করে আন্দোলনকারীরা। সেখানে তারা ইসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত চার আসন ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়, দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ চলছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাটে বর্তমানে তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে—
-
বাগেরহাট-১: সদর-চিতলমারী-মোল্লাহাট
-
বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা
-
বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা
কিন্তু এর আগে দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসনে ভোট অনুষ্ঠিত হয়ে আসছিল। পূর্বের সীমানা ছিল—
-
বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট
-
বাগেরহাট-২: সদর-কচুয়া
-
বাগেরহাট-৩: রামপাল-মোংলা
-
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা
এই সীমানা পুনর্বহালের দাবিতেই জেলা জুড়ে হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে।