

এবিএনএ: বন্ধু রাষ্ট্রগুলোর কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। রয়েছে অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্য। এ ছাড়া বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের পরিসেবাও বাড়াতে চায় সরকার। এমন সব প্রেক্ষাপটে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে। নতুন মন্ত্রীর হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ওঠার পরে এই প্রথম বিভিন্ন মিশনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী এপ্রিলের শেষ দিকে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।
দেশভিত্তক কোন কোন বিষয়ের ওপর সরকার জোর দিতে চায়, নীতি নির্ধারণী পর্যায়ের এ জরুরি বার্তাগুলো এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের দূতদের কাছে পৌঁছানো হবে বলেও জানান তিনি। এ ছাড়া বাংলাদেশের মিশনগুলোর সমস্যা, সেগুলো সমাধানের উপায়, প্রবাসীদের সেবা নিশ্চিত করা এসব বিষয়গুলো দূতদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, অর্থনৈতিক কূটনীতি বা ইকনোমি ডিপ্লোমেসি, রোহিঙ্গা ইস্যু এবং কনস্যুলার সেবা অগ্রাধিকার পাবে দূত সম্মেলনে। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের সরাসরি সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সেবার প্রক্রিয়া সহজ, নিখুঁত ও শতভাগ নিশ্চিত করতে ডিজিটাল অ্যাপ বানানো হচ্ছে।
তিনি বলেন, আগ্রহীরা ওই অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে সেবা নিতে পারবেন। অ্যাপটি চালু হলে নাগরিক সেবার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করবে। আগামী দূত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ অ্যাপটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি। ইউরোপের একটি দেশে কর্মরত বাংলাদেশের একজন রাষ্ট্রদূত বলেন, নতুন মন্ত্রী আসার পরে প্রথমবার আমাদের ডেকে পাঠানো হচ্ছে। আশা করি, নতুন নির্দেশনা পাব। যদিও কিছুদিন আগে মন্ত্রী মহোদয় নতুন নির্দশনা দিয়ে বার্তা পাঠিয়েছেন। তবুও এ সম্মেলনে সার্বিক বিষয় উঠে আসবে।