আগস্টেও জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন নেই, বহাল থাকছে পূর্বের মূল্য
অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মূল্য অপরিবর্তিত; চলবে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থায়


এবিএনএ: চলতি আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসেও প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১২২ টাকা দরে, পেট্রোল ১১৮ টাকা, ডিজেল ১০২ টাকা এবং কেরোসিন ১১৪ টাকায়। এই দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং মাসজুড়েই তা বহাল থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্যের হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও জুলাই মাসে তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৪ সালের মার্চ থেকে সরকার স্বয়ংক্রিয় দামে নির্ধারণ পদ্ধতি চালু করে, যার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।
এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের সঙ্গতি রক্ষা করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে।