তিন বছরে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি আগস্টে, ভোগান্তি রয়ে গেল সাধারণ মানুষের
আগস্টে মুদ্রাস্ফীতি নেমে এসেছে ৮.২৯%-এ, তবে খাদ্যদ্রব্যের দাম সামান্য বেড়েছে, মজুরি বৃদ্ধির হার এখনো পিছিয়ে


এবিএনএ: আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, মাসটিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ। গত বছরের আগস্টে এই হার ছিল ১০.৪৯ শতাংশ।
তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দামে সামান্য উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। জুলাইয়ে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্টে বেড়ে হয়েছে ৭.৬০ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমায় সামগ্রিক মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। আগস্টে খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি নেমে এসেছে ৮.৯০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৯.৩৮ শতাংশ।
প্রতিবেদন বলছে, গত জুনে মুদ্রাস্ফীতি ছিল ৯.০৫ শতাংশ, পরে জুলাইয়ে কমে দাঁড়ায় ৮.৫৫ শতাংশে। সেখান থেকে আগস্টে আরও ০.২৬ শতাংশ কমেছে।
তবে আয়-ব্যয়ের ফারাক সাধারণ মানুষের কষ্ট বাড়াচ্ছে। দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে দাঁড়িয়েছে ৮.১৫ শতাংশে। এতে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধি মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি, ফলে নিম্ন আয়ের পরিবারগুলো আরও সংকটে পড়েছে।