রাজনীতি

২১টি রাজনৈতিক দল সময়মতো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি, নিবন্ধন বাতিলের ঝুঁকিতে কয়েকটি দল

নির্ধারিত সময় শেষে ইসিতে অডিট রিপোর্ট জমা দেয়নি ২১টি দল, কিছু দল সময় চেয়েছে, বাকিরা আবেদনও করেনি

এবিএনএ:  ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি ২১টি রাজনৈতিক দল। এর মধ্যে ১০টি দল সময় বাড়ানোর আবেদন করলেও বাকি ১১টি দল কোনো হিসাব জমা দেয়নি এবং সময় চেয়ে আবেদনও করেনি।

ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল সময়মতো অডিট রিপোর্ট জমা দিয়েছে। বৃহস্পতিবার ছিল এই হিসাব জমার শেষ দিন। একইদিন ইসির নির্বাচন সহায়তা-১ শাখা থেকে সারসংক্ষেপও প্রকাশ করা হয়।

২০০৮ সাল থেকে ইসির নিয়ম অনুযায়ী, প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষিত অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে না পারলে সময় বৃদ্ধির আবেদন করতে পারে। আইন অনুযায়ী, টানা তিন বছর হিসাব না দিলে দলের নিবন্ধন বাতিল হতে পারে।

এই বছর অডিট রিপোর্ট জমা দেওয়া ২৯টি দলের মধ্যে রয়েছে—বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কল্যাণ পার্টি, গণফোরাম, তরিকত ফেডারেশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এনডিএম, জিইওপি, বিএনএফ, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল (এমএল) সহ অন্যান্য দল।

এদিকে, এক মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছে:

  • এলডিপি

  • সিপিবি

  • জেএসডি

  • বিজেপি

  • খেলাফত মজলিস

  • মুক্তিজোট

  • বিএনএম

দুই মাস সময় চেয়েছে:

  • ন্যাপ

  • বাংলাদেশ জাতীয় পার্টি

  • বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)

অন্যদিকে হিসাব জমা দেয়নি এবং সময়ও চায়নি যেসব দল, তারা হলো:

  • কৃষক শ্রমিক জনতা লীগ

  • বিকল্পধারা বাংলাদেশ

  • জাসদ

  • জাকের পার্টি

  • বাসদ

  • বাংলাদেশ মুসলিম লীগ

  • গণফ্রন্ট

  • বাংলাদেশ ন্যাপ

  • তৃণমূল বিএনপি

  • বাংলাদেশ জাসদ

  • গণসংহতি আন্দোলন

এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এই তালিকার বাইরে রয়েছে। অন্যদিকে আদালতের আদেশে পুনঃনিবন্ধিত জামায়াত ও সদ্য নিবন্ধিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ক্ষেত্রে হিসাব জমা প্রযোজ্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button