এশিয়া কাপে ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশকে দিল ১৬৯ রানের টার্গেট
অভিষেক শর্মার দুর্দান্ত ৭৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ১৬৮; রিশাদ নিলেন ২ উইকেট


এবিএনএ: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতীয়রা তোলে ১৬৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল সতর্ক। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান তুলতে পেরেছিল ভারত। তবে এরপরই বদলে যায় চিত্র। পাওয়ার প্লের শেষ দিকে অভিষেক শর্মা ও শুবমান গিলের ব্যাটে ভারতীয় ইনিংস দ্রুত বড় হতে থাকে। প্রথম ছয় ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭২ রান, কোনো উইকেট ছাড়াই।
বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরিয়ে দেন শুবমান গিলকে (১৯ বলে ২৯)। নবম ওভারে তিনি ফেরান শিবম দুবেকে, যিনি করেন মাত্র ২ রান।
তবে অপরপ্রান্তে ছিলেন অভিষেক শর্মা। দুর্দান্ত ব্যাটিং করে ৩৭ বলে তুলে নেন ৭৫ রান। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের থ্রোতে রান আউটে কাটা পড়েন তিনি।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও বেশি দূর যেতে পারেননি। ১১ বলে ৫ রান করে মুস্তাফিজের বলেই ক্যাচ দেন। একই পথে হেঁটেছেন তিলক ভার্মা (৭ বলে ৫)।
হার্দিক পান্ডিয়া ইনিংসের শেষ পর্যন্ত দৃঢ় ছিলেন। শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। তার সঙ্গে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল, করেছেন ১০ রান।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন, তিনি নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।