এবিএনএ: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে মাঠে দেখতে হলে এবার ভারতীয় দর্শকদের খরচ করতে হবে আকাশছোঁয়া অর্থ। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজদের নিয়ে গড়া দলটির প্রীতি ম্যাচ আয়োজনেই খরচ হতে যাচ্ছে শত কোটি টাকা।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানায়, নভেম্বরে কেরালায় নির্ধারিত এক ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দাবি করেছে ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। এর সঙ্গে প্রতিপক্ষ দল ও অন্যান্য আয়োজন যোগ করলে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪০০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৫৫৬ কোটি)।
এএফএ নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা উইন্ডোতে খেলার পরিকল্পনা রয়েছে তাদের। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ এবং নভেম্বরে ভারতের কেরালা ও অ্যাঙ্গোলার লুয়ান্ডায় দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কেরালার কোন শহরে ম্যাচ হবে কিংবা প্রতিপক্ষ কে হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি। তবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম শোনা যাচ্ছে। শর্ত অনুযায়ী, প্রতিপক্ষকে অবশ্যই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০–এর মধ্যে থাকতে হবে।
সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে খেলেছিলেন তরুণ মেসিও। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন ফুটবল মহারথী।
এছাড়া দলীয় সফরের পর ডিসেম্বর মাসে ব্যক্তিগতভাবেও ভারতে আসবেন মেসি। কলকাতা থেকে শুরু হবে তার ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’, যা পৌঁছাবে আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে। সফরে মেসির ভাস্কর্য উন্মোচন, গোট কনসার্ট এবং গোট কাপে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.