বিনোদন

উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে আলিয়ার মানবিক বার্তা হৃদয় ছুঁয়েছে দেশবাসীকে

যুদ্ধ নয়, শান্তির ডাক দিলেন আলিয়া ভাট—সেনাদের মা’দের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন বার্তা

এবিএনএ:  উত্তপ্ত পরিস্থিতিতে বলিউড যখন প্রতিবেশী দেশের বিরুদ্ধে সরব, তখন শান্তির পথে হাঁটলেন অভিনেত্রী আলিয়া ভাট। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে আবেগঘন এক পোস্ট দিয়ে সেনা জওয়ানদের মায়েদের প্রতি শ্রদ্ধা সম্মান জানালেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে আলিয়া লেখেন, গত কয়েক রাত ধরে বাতাসে যেন এক ভারী নীরবতা ছড়িয়ে আছে। দেশজুড়ে উদ্বেগ, অনিশ্চয়তা এবং অজানা শঙ্কার ছায়া। প্রতিটি খবরের লাইনেই যেন চাপা একটা আতঙ্ক লুকিয়ে আছে।”

তিনি বলেন, এই নীরবতার মাঝেও কেউ আছেন যাঁরা জেগে থাকেন দেশের জন্য। কেউ পাহাড়ের উপরে, কেউ গভীর অন্ধকারে সীমান্ত পাহারা দেন। সেই সব বীর সেনারা দিনের পর দিন নিজেদের ঘুম বিসর্জন দিয়ে আমাদের ঘুমের নিশ্চয়তা তৈরি করেন। আর তাঁদের পেছনে আছেন এমন কিছু মা, যাঁরা সারারাত প্রার্থনা করেন—তাঁদের সন্তান যেন সুস্থভাবে ফিরে আসে।

মাতৃদিবসে এক ভিন্ন অনুভূতির কথাও জানান আলিয়া। তিনি লিখেন, আমরা যখন আমাদের মাকে ফুল দিচ্ছিলাম, জড়িয়ে ধরছিলাম, তখনই ভাবছিলাম সেই মায়েদের কথা—যাঁদের সন্তান আজ সীমান্তে, যাঁরা হয়তো কখনো আর ফিরবেন না।”

তিনি আরো যোগ করেন, যাঁরা এই বীর সন্তানদের জন্ম দিয়েছেন, তাঁরা সত্যিকার অর্থেই লৌহমানবী। তাঁদের মেরুদণ্ড ইস্পাতের মতো কঠিন। দেশ তাঁদের কাছে চিরঋণী।”

পোস্টের শেষে আলিয়া সকল শহিদ জওয়ানের মা-বাবার প্রতি প্রার্থনা শ্রদ্ধা জানান। আলিয়ার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বহু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরাও তাঁর এই মানবিক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন।

যখন বেশিরভাগ তারকা রাজনৈতিক বক্তব্যে সরব, তখন আলিয়ার এই সহানুভূতিপূর্ণ বার্তা যেন এক মানবিক আলো জ্বালিয়ে দিল ভারতবাসীর হৃদয়ে। শান্তির পথে তার এই উদ্যোগ এক ব্যতিক্রমী বার্তা হয়ে উঠেছে এই টালমাটাল সময়ে।

Share this content:

Back to top button