এবিএনএ: জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তাঁর অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ভিন্ন ধাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘদিন নাটকে কাজ করার পর তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেন। এবার আবার নতুনভাবে হাজির হচ্ছেন বহুল প্রতীক্ষিত সিরিজ আকা নিয়ে।
রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে নিশো বলেন, “আমি সবসময় বলি, একজন অভিনেতার কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম নেই। ভালো গল্প আর প্রডাকশনের সঙ্গেই থাকতে চাই। তাই যেটা বলেছিলাম, সেটাই করছি।”
সিরিজ আকা মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, নির্মাতা ভিকি জাহিদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু ও প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা।
ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ আর রহস্যঘেরা কাহিনির সমন্বয়ে নির্মিত এই সিরিজে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। ব্লকবাস্টার আয়নাবাজি ও তুফান–এ আলোচিত এই অভিনেত্রী এবার ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন। ফলে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন নিশো-নাবিলা জুটির কেমিস্ট্রি।
পরিচালক ভিকি জাহেদ জানান, “আকা আমার কাছে একটি বিশেষ সামাজিক থ্রিলার। এটি আসলে দর্শকদের জন্য এক ধরনের পরীক্ষা। নিশো ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি, তবে সিরিজে এবারই প্রথম একসঙ্গে কাজ করা হলো।”
নাবিলা বলেন, “এই সিরিজের গল্প আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। আমার চরিত্রে একাধিক লেয়ার আছে। আশা করি দর্শকরা কাজটি আপন করে নেবেন।”
সম্প্রতি প্রকাশিত আকা–র পোস্টারে নিশোকে দেখা গেছে দ্বৈত রূপে—একদিকে শক্তিশালী অ্যাকশনধর্মী চরিত্র, অন্যদিকে সাধারণ এক যুবক। পোস্টারটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম এবং তাজজি হাসান। দর্শকদের প্রত্যাশা, আকা হবে ভিকি জাহেদ ও আফরান নিশোর নতুন এক মাইলফলক।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.