শিক্ষা

ডাকসু নির্বাচন: কোন কেন্দ্রে কত ভোট পড়ল, বিস্তারিত তথ্য প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিপুল ভোটার অংশগ্রহণ, কোথায় কত শতাংশ ভোট পড়েছে জানুন এক নজরে।

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটদান। এখন চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও উল্লেখযোগ্য।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দুপুরে জানান, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্ধারিত আটটি ভোটকেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীরা লাইন ধরে ভোট দিয়েছেন।

টিএসসি কেন্দ্র:
এখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫। দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩০০টি, যা মোট ভোটারের ৫৮ শতাংশ। রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

শারীরিক শিক্ষাকেন্দ্র:
এখানে জগন্নাথ হল, জহুরুল হক হল ও এস এম হলের শিক্ষার্থীরা ভোট দেন। মোট ভোটার সংখ্যা ৪,৮৬১। দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৭৮ শতাংশ (৩,৭৮৬ জন)। এর মধ্যে জগন্নাথ হলে ৭৭ শতাংশ, জহুরুল হক হলে ৮০ শতাংশ এবং এস এম হলে ৭২ শতাংশ ভোট পড়েছে।

সিনেট ভবন কেন্দ্র:
ডাইনিং রুম, সেমিনার রুম ও অ্যালামনাই ফ্লোর মিলে মোট ভোটার সংখ্যা ৪,৮৩৫। দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪ হাজার, যা ৮২ শতাংশের বেশি। বিজয় একাত্তর হলে ভোট পড়েছে ১,৮০০, মুহসীন হলে ১,১০০ এবং স্যার এ এফ রহমান হলে ১,১০০ ভোট।

উদয়ন স্কুল কেন্দ্র:
এখানে কবি জসীমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দেন। দুপুর আড়াইটা পর্যন্ত গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ও উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান নির্বাচনী কেন্দ্রগুলো ঘুরে দেখেন। তারা জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট দিয়েছেন এবং বিকেল ৪টার পরও যারা লাইনে ছিলেন, তাদের ভোট গ্রহণ করা হয়েছে।

👉 এবারের ডাকসু নির্বাচনে সার্বিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন হলে ভোটের হার ৭০ থেকে ৮২ শতাংশ পর্যন্ত উঠেছে, যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button