খেলাধুলা

শেষ নাচের অপেক্ষায় মেসি? ভেনেজুয়েলার বিপক্ষে হতে পারে আর্জেন্টিনায় শেষ ম্যাচ

জাতীয় দলের হয়ে অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি, ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগ চরমে

এবিএনএ:  আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে পারে দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক খেলা।

সম্প্রতি ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর সংবাদমাধ্যমে মেসি বলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। আমার পরিবার থাকবে গ্যালারিতে—স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই। এরপর জাতীয় দলের হয়ে আর কতগুলো ম্যাচ খেলব জানি না। তবে এই ম্যাচটা শেষ মুহূর্তের মতো করেই উপভোগ করব।”

ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচটি হবে ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচকে সমর্থকরা দেখছেন মেসির সম্ভাব্য আবেগঘন বিদায়ের মঞ্চ হিসেবে।

ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, ৩৮ বছর বয়সী মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬। ২০৩০ সালের বাছাইপর্ব শুরু হলে তার বয়স দাঁড়াবে ৪০। এ কারণেই দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সামাজিক মাধ্যমে মেসির ছবি দিয়ে লিখেছে— “দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।”

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করে ইতিহাসে অমর হয়ে যান মেসি। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ের রেকর্ডও তার দখলে।

মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনায় টিকিটের চাহিদা আকাশছোঁয়া। এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে। সাধারণ আসন ১০০ ডলার থেকে শুরু করে ভিআইপি টিকিটের দাম উঠেছে ৫০০ ডলার পর্যন্ত। সমর্থকদের জন্য এটি কেবল বাছাইপর্ব নয়, বরং তাদের প্রিয় নায়ককে নিজ দেশে শেষবারের মতো স্যালুট জানানোর বিশেষ সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button