শিক্ষা

৪৮তম বিসিএস: সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করলো পিএসসি, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সময়সূচি

এবিএনএ:  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রথম ধাপে সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট সময় ও তারিখ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

পিএসসি জানায়, সময়সূচিতে কোনো ধরনের যৌক্তিক পরিবর্তনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

উল্লেখ্য, স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের যথাসময়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

প্রার্থীদের কাছে সময়মতো এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে নির্দেশনা পাঠানো হবে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button