২৪ ঘণ্টার অভিযানে পুলিশের জালে ১ হাজার ৫০১ জন, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি
মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,০১৮ জনসহ মোট ১,৫০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও অবৈধ জিনিসপত্র


এবিএনএ: সারা দেশে পুলিশের ধারাবাহিক অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১,০১৮ জন ছিলেন বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত, আর বাকি ৪৮৩ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে আটক করা হয়।
সোমবার (৭ জুলাই) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় একনলা বন্দুক, বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, এই ধরপাকড়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও চুরি-ডাকাতি প্রতিরোধে এই ধরনের সমন্বিত অভিযান কার্যকর ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
সদরদপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দেশজুড়ে এমন অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পুলিশের এই অভিযান শুধু অপরাধীদের দমন নয়, বরং সাধারণ জনগণের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দিচ্ছে। জনসাধারণের সহযোগিতা ও তথ্য প্রদান পুলিশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে বলে জানিয়েছে বাহিনীটি। আগামী দিনগুলোতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।