বিনোদন

ব্লকবাস্টারে চলছে প্রিয়াঙ্কার বেওয়াচ

এবিএনএ : ঢাকার যমুনা ফিউচার পার্কের বিলাসবহুল সিনে থিয়েটার ব্লকবাস্টার সিনেমাসে গতকাল মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি ‘বেওয়াচ’। বলিউডে অভিনয়ের পাশাপাশি গান গেয়েও বাজিমাত করেছেন এ নায়িকা। তবে গেল কয়েক বছর বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত প্রিয়াঙ্কা। সেখানকার টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন।
এবার মুক্তি পেল তার অভিনীত হলিউডের বহুল আলোচিত ছবি ‘বেওয়াচ’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছে।
সেথ গর্ডন পরিচালিত এ ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি আরও অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত রেসলার ডোয়াইন জনসন, আলেক্সান্দ্র দাদারিও, জাক অ্যাফ্রন, কেলি রোরবাক, ইলফেনেশ হাদেরা, জন বেস প্রমুখ। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে খল চরিত্রে।
তার চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। এ ভিক্টোরিয়া সৈকতের পাশে একটি ক্লাবের মালিক। সে সমুদ্রপথে অবৈধভাবে মাদকদ্রব্য চোরাচালানের ব্যবসা করে।
এ চরিত্রে অভিনয় করে প্রিয়াঙ্কাও যারপরনাই খুশি। কারণ ভিলেন হলেও ছবিতে উপভোগ করার মতো যথেষ্ট রোমান্স রয়েছে প্রিয়াঙ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button