জাতীয়বাংলাদেশলিড নিউজ

শপথ নিলেন এরশাদ

এবিএনএ: সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। রোববার বেলা ১২টার দিকে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ দলটির বেশ কয়েকজন নেতা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা গত বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে অসুস্থতার কারণে ওইদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাননি এরশাদ।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের মধ্যে আওয়ামী লীগ ২৫৬টি, জাতীয় পার্টি ২২টি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুটি, বিকল্পধারা দুটি এবং বাংলাদেশ জাসদ, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি) একটি করে আসন পায়। এ ছাড়া বিএনপি পাঁচটি, গণফোরাম দু’টি ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button