বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা উদ্বিগ্ন : মওদুদ

এবিএনএ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। আমরা হাসপাতালের পরিচালককে হাইকোর্টের নির্দেশনানুযায়ী চিকিৎসা দেয়ার জন্য আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি। তা ছাড়া নেত্রীর সার্বক্ষণিক খোঁজ নিতে পরিচালককে অনুরোধ করেছি। তিনিও সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মওদুদ এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের বিএনপির এই নেতা বলেন, আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসিনি। হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার চিকিৎসার বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এর আগে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে দুপুর পৌনে ১২টার দিকে প্রতিনিধি দল হাসপাতালে প্রবেশ করে। এর পরে দলটি খালেদা জিয়ার সার্বিক বিষয়ে খোঁজ নিতে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের রুমে প্রবেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button