আমেরিকা
ভারতে গো-হত্যা সংশ্লিষ্ট সহিংসতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র


এ বি এন এ : ভারতের মধ্যপ্রদেশে গরুর মাংস বহন করার অভিযোগে দুই মুসলিম নারীকে পেটানোর প্রেক্ষাপটে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকার এইসব সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনায় আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
ভারতে সম্প্রতি মধ্যপ্রদেশের মান্দসাওর স্টেশনে মাংস বহনের অভিযোগে দুই মুসলিম নারীকে পেটানো হয়। এর আগে গুজরাটে মৃত গরুর চামড়া ছাড়ানোয় কয়েকজন তরুণকে প্রকাশ্যে পেটানো হয়।
এই সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়ে উদ্বিগ্ন। এক্ষেত্রে আমরা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে যেমনটি করি তেমনি আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ধরণের সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভব সবকিছু করবে।