

এবিএনএ : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন থেকে ফেরার পথে সংগঠনের সভাপতি সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সকালে তাকে প্রেসক্লাবের পেছনের গেট থেকে আটক করে সাদা পোশাকের পুলিশ সদস্যরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল করবে সংগঠনটির নেতাকর্মীরা। জানা গেছে, আটকের পর বাবুকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।