রাজধানীতে রাতভর অভিযান, ঝটিকা মিছিল পরিকল্পনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৩ জন
রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রনেতা ও এক দলীয় কর্মীকে


এবিএনএ:
রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ—তারা ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–
-
হুমায়ুন কবীর সুজন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য
-
গোলাম রাব্বানী সরদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ছাত্রলীগের সাবেক সভাপতি
-
মেহেদী হাসান, একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী
ডিবি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবীর সুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ভোর ৬টায় মিরপুর থেকে গ্রেপ্তার হন মেহেদী হাসান।
এছাড়া বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রাব্বানী সরদারকে। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবেও পরিচিত।
ডিএমপি জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দলবদ্ধ হয়ে রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের পরিকল্পনা ছিল রাজধানীর বিভিন্ন স্পটে আকস্মিকভাবে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
ডিবি সূত্রের ভাষ্য অনুযায়ী, এই গ্রেপ্তার শুধু একটি বিচ্ছিন্ন অভিযান নয়, বরং রাজনৈতিক অস্থিরতা নস্যাৎ করার একটি পরিকল্পিত পদক্ষেপ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।