হিজাব পরেই বডিবিল্ডার চ্যাম্পিয়ন


এবিএনএ : ভারতের কেরেলা রাজ্যের তরুণী মাজিজিয়া ভানু। ডেনটিস্ট চিকিৎসা শাস্ত্রে পড়ছেন তিনি। হিজাবি এই মেয়েটিই গত সপ্তাহে অনুষ্ঠিত বডিবিল্ডার চ্যাম্পিয়নশিপে উপস্থিত হন। একে একে শরীরচর্চার চারটি পরীক্ষায় কসরত দেখিয়ে বিচারকদের মন জিতে নেন ভানু। হাতে তুলে নেন প্রথম পুরস্কার। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ভারতে কোচি শহরে ওই শরীরচর্চা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এতে প্রথম পাঁচ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন মাজিজিয়া ভানু। গত এক বছর ভানু ভারোত্তোলনের প্রশিক্ষণ নেন। এর আগে বডিবিল্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন ট্রেইনারের শরণাপন্ন হন তিন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘ধর্মকে তুচ্ছ করে দেখি না বিধায় আজ হিজাব পরে জিমে এসেছি। আমার বিশ্বাস সামনে নিজেকে আরও বড় পর্যায়ের প্রতিযোগিতায় নিয়ে যেতে পারব।’ভানু অনুপ্রেরণার উৎস হিসেবে হবু বরের নামই বার বার বলে যাচ্ছিলেন ক্যামেরার সামনে। পাশাপাশি পরিবার থেকেও অনেক সাহস পেয়েছেন বলে জানান তিনি।