জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘জীবনযাত্রার পরিবর্তনে কাজ করছে সরকার’

এবিএনএ : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার তাৎপর্যপূর্ণ পরিবর্তন সাধন। আর এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে এককভাবে কোনো দেশের পক্ষে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (এ্যামচেম) আয়োজিত গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্পিকার বলেন, আমাদের রাজনীতি ও নীতি নির্ধারনী মহলে বৈষম্য সৃষ্টির যে সমস্ত প্রথাগত কাঠামো রয়েছে সেগুলোর মূলোৎপাটন করতে হবে। একটি দেশ দ্রুত গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও তা সমাজের সব স্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। কিন্তু তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মজুরি, সম্পদের অধিকার ইত্যাদি সবক্ষেত্রে বৈষম্যের শিকার। আমাদেরকে এ বাধা দূর করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে সব পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ আজ উদীয়মান অর্থনৈতিক শক্তি। আমরা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের আইসিটি সেক্টরে বিনিয়োগ করতে ও তৈরি পোষাক শিল্পের জন্য জিএসপি সুবিধা আদায়ে কাজ করার জন্য আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যামচামের সভাপতি নুরুল ইসলাম ও আমেরিকান দূতবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ডেভিড মিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button