

এবিএনএ: বাগেরহাটের মোড়েলগঞ্জে এমপি’র উপর ‘সন্ত্রাসী হামলার প্রতিবাদে শোকসভা ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। বুধবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিলটি আ.লীগ কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন । উপজেলা আ. লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহ আলম হাওলাদার, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, শ্রমীক লীগ নেতা জালাল তালুকদার, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, স্বেচ্ছাসেবক আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, সদস্য সচিব শহিদুল ইসলাম, শ্রমীক লীগ নেতা আবুল কালাম, আমজাদ হোসেন ঘরাই, ইউপি সদস্য কাঞ্চন হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিএম হাবিবুর রহমান জাকির, তাতী লীগ নেতা কৃষ্ণ কান্ত পাল, ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন ফরাজী, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন, মাহমুদুল হাসান শুভ প্রমুখ। সভায় বক্তরা বলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকসহ দিহিদার আনসার আলী ও শুকুর আলীকে নৃশংস হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে এ সভা। খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এ সভা থেকে। এ সময় বক্তারা আরো বলেন, বাগেরহাট জেলা আ. লীগের সভাপতি সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনকে জানাজা অনুষ্ঠানে পরিকল্পিতভাবে লাঞ্চিত করার ঘটনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগকে দায়ি করে উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানান তারা পাশাপাশি ঘটনার তদন্ত পূর্বক বিচারেরও দাবি করেন বক্তারা। অপর দিকে স্থানীয় সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে এ হত্যাকান্ডের ঘটনার তিব্র নিন্দা জনিয়ে হত্যাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং শোক সন্তপ্ত দুটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।