সাত অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


এবিএনএ: শনিবার (৩ মে) সাতটি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রবিবার (৪ মে) থেকে বুধবার (৭ মে) পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গা ও দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।