র্যাব -১০ এর পৃথক মাদক বিরোধী অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা হতে দেশীয় মদ ও ইয়াবাসহ আটক ১৩।


এবিএনএ : গত ০৮ জুলাই, ২০১৯ তারিখ ২১:১৫ ঘটিকায় সিপিএসসি, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার শ্যামপুর মডেল থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে ১০২লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১১ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আসামীরা হল ১। মোঃ বাবুল(৬২), পিতা- মৃত কালু মিয়া, স্থায়ী সাং কেদারপুর, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, ২। মোঃ বাবুল(৫০), পিতা- মৃত নুর উদ্দিন, সাং- পোস্তগোলা বাজার গলি, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা, ৩। মোঃ আফাজ উদ্দিন(৫১), পিতা-মৃত রিয়াসত আলী, স্থায়ী সাং-ললিকান্দি, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, ৪। ইসহাক মিয়া(৪৮), পিতা-মৃত শামসুদ্দিন মোল্লা, স্থায়ী সাং- পশ্চিম জুরাইন, থানা-শ্যামপুর, ঢাকা, ৫। মোঃ সোহেল(২৪), পিতা-মৃত খলিল ফেদা, সাং- পোস্তগোলা বটতলা বাজার গলি, থানা-শ্যামপুর, ঢাকা, ৬। মোঃ মনির হোসেন(৫৩), পিতা-মৃত ইউনুছ আলী, সাং- মুরাদপুর, জুরাইন, থানা-কদমতলী, ঢাকা, ৭। আশিষ কুমার(২৪), পিতা-নবকুমার, সাং- জুরাইন ঋষি পাড়া, থানা-কদমতলী, ঢাকা, ৮। মোঃ জহিরুল(৪২), পিতা-আলম খান, সাং-ইচাদি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, ৯। মোঃ আল আমিন(২৭), পিতা-খলিল গাজী, সাং- জইনকাঠি, থানা+জেলা-পটুয়াখালী এবং অপর ০২জন কিশোর অপরাধী বলে প্রাথমিক জিজ্ঞেসবাদে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৭ টি মোবাইল ফোনসহ মাদক বিক্রির নগদ ১১,০২০/-টাকা জব্দ করা হয়।
এছাড়া একই দিন আনুমানিক ২০:৪৫ ঘটিকায় সিপিএসসি এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি এর নেতৃত্বে অপর একটি অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃত আসামিরা হলো ১। মোঃ নাঈম(২০), পিতা-মোঃ গোলাম মোস্তফা, স্থায়ী সাং-চর ভদ্রসন, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ২। জাহাঙ্গীর আলম(২৬), পিতা-সেলিম মিয়া, সাং-তাহের পুর মাস্টারপাড়া, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা বলে প্রাথমিক জিজ্ঞেসবাদে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি মোবাইল ফোনসহ নগদ ৫০০/-টাকা জব্দ করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হযয়েছে।