ডেঙ্গুর ছোবলে একদিনেই প্রাণ গেল ৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৫৯
ডেঙ্গুর ছোবলে একদিনেই প্রাণ গেল ৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৫৯


এবিএনএ:
বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। একই সময় নতুন করে ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে, আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন একজন। বার্ষিক হিসাবে বর্তমানে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরের) রয়েছে ১২৪ জন। চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বাইরের এলাকায় রয়েছে ৯ জন করে, ঢাকা দক্ষিণে ১২ জন, ঢাকা উত্তরে ১ জন, খুলনায় ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন।
তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে—২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৪ জন ডেঙ্গু রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৩ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৭০ জনে পৌঁছেছে, যার মধ্যে ৫৫.৩ শতাংশ পুরুষ এবং ৪৪.৭ শতাংশ নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা অনেক বেশি। তাই স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।