আন্তর্জাতিকলিড নিউজ

ম্যানচেস্টারে কনসার্টে হামলা আত্মঘাতী, নিহত বেড়ে ২২

এবিএনএ : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্ট শেষে বিস্ফোরণে ২২ জন নিহত এবং আরো ৫৯ জন আহত হয়েছে। ওই কনসার্টে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় মার্কিন গায়িকা এরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে ওই হামলা চালানো হয়। ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, একজন আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। তিনি নিজেও ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। ওই আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর অনেকেই নিখোঁজ রয়েছেন। সামাজিক মাধ্যম ব্যবহার করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন তাদের স্বজনরা। যে কোনো জরুরি প্রয়োজনে সহায়তা নিতে একটি জরুরি টেলিফোন নম্বর দিয়েছে পুলিশ। ওই নম্বরে যে কোনো ধরনের সেবা পেতে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিস্ফোরণের পরপরই সেখানে ৬০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। শহরের ছয়টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button