

এবিএনএ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আজ ১ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের ১২ কোটি মানুষ টিকার আওতায় আসবে।’ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রয়োজনের অতিরিক্ত টিকাগুলো যে দেশ টিকা পায়নি সে দেশকে দেওয়ার পরিকল্পনা আছে।’এখনো যারা টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অনেকে।