আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ
দারুস সালামের জঙ্গি আস্তানায় ৩ মরদেহ


এবিএনএ : রাজধানীর মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় সেগুলো নারী না পুরুষের তা চিহ্নিত করা সম্ভব হয়নি। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর বুধবার সকাল থেকে আমরা ফের অভিযান শুরু করি। ভবনের নিচতলা থেকে পরিষ্কার করতে করতে পাঁচতলায় জঙ্গিদের আস্তানার একটি কক্ষে প্রবেশ করে সেখানে তিনটি মরদেহ দেখতে পায় অভিযানিক দল। তবে ওই ফ্লোরের অন্য কক্ষগুলোতে এখনো অভিযান চালানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।