জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুলশান হামলার অভিযোগপত্র চলতি বছরেই: মনিরুল

এবিএনএ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, চলতি বছরের শেষ দিকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার মামলায় অভিযোগপত্র দেয়া হবে।
শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০-২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৪ জন ইতিমধ্যে নিহত হয়েছে।
তবে এতে ৩০ থেকে ৩৫ জনের মতো জড়িত থাকতে পারে বলে অনুমান করেন তিনি। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের ওই রেস্টুরেন্টে একদল তরুণ জংগি হামলা চালায়। এতে বিদেশীসহ ২০ জন নিহত হন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে নব্য জেএমবির কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, গুলশান হামলায় এই কাশেম অনুমোদন দিয়েছিলেন। তবে তিনি কতখানি সম্পৃক্ত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button