খেলাধুলালিড নিউজ

বিশ্বকাপ জয়: দেশের মাটিতে ফিরলেন জুনিয়র টাইগাররা

এবিএনএ : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জুনিয়র টাইগাররা বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে দেশের মাটিতে অবতরণ করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

এসময় বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি সবাপতি ও অন্যান্য পরিচালকেরা। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হয় ।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তরা। তবে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে আকবর বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button