সরকার বাতিল করল ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটে সম্পৃক্ততার কারণে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল


এবিএনএ: সরকার এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটে সম্পৃক্ততার কারণে ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সাধারণ জনগণকে এসব এজেন্সি থেকে কোন ধরণের টিকিট ক্রয়-বিক্রয় বা ব্যবসায়িক কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এই এজেন্সিগুলোর নিবন্ধন বাতিল করা হয়। মন্ত্রণালয় জানায়, গ্রুপ বুকিং ও সাব-এজেন্টের মাধ্যমে টিকিটের উচ্চমূল্য বিক্রয়, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রমাণ পাওয়া গেছে।
নিবন্ধন বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে: কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্ট, সাদিয়া ট্রাভেলস, আত-তাইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, এন এম এস এস ইন্টারন্যাশনাল।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী অভিযোগকৃত এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। শুনানিতে শুধুমাত্র দুটি এজেন্সি উপস্থিত হয়, বাকি ১১টি হাজির হয়নি। তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
মন্ত্রণালয় জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আকাশপথে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এই ১৩টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা টিকিটের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা অর্জনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।