

এবিএনএ : চীনের যুদ্ধবিমানের নতুন সংযোজন হয়েছে হাইপারসনিক হেভি বোম্বার (দ্রুতগতির বোমারু বিমান)। নতুন আবিষ্কৃত এ বোমারু বিমানে বেইজিং থেকে নিউইয়র্কের দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। নতুন এ বিমানের মাধ্যমে মাত্র ২ ঘন্টায় এখন পেন্টাগন তছনছ করে দিতে পারবে চীন।খবর ডেইলি মেইল। নতুন এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে। শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি। বিমানটি আপাতত রয়েছে চীনা সেনাবাহিনীর হাতে। এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে। চাইনিজ একাডেমি অব সায়েন্স এটি তৈরি করেছে। বোম্বারটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের ‘I’ (আই)’র মতো। গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই মানুষসহ অন্যান্য সামগ্রী পরিবহনে সক্ষম। মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্রবহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট। এর টার্গেট কখনও মিস হয় না। সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকর।